নওগাঁয় হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
সাপাহার উপজেলার ভুটভুটিচালক নূর আলম হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন সাজা দিয়েছেন নওগাঁর একটি আদলত। আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁর অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জিয়াউদ্দিন মাহমুদ এ রায় দেন।
সাজাপ্রাপ্ত সুমন কর্মকার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী (বেলবাজার) এলাকার বাসিন্দা। আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে ছিলেন।
একই মামলায় সাপাহার উপজেলার স্কুলপাড়ার বাসিন্দা বাবুল মোল্লাকে দুই বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁকে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন বিচারক। বাবুল পলাতক রয়েছেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল বাকী মামলার বরাত দিয়ে জানান, গত ২০১০ সালের ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় আসামিরা নূর আলমের ভুটভুটি ভাড়া করে রাত ৯টার দিকে মহাদেবপুর উপজেলার চৌদ্দমাইল নামক এলাকায় যায়। সেখানে নূর আলমকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ খাড়ির পানিতে ফেলে দিয়ে ভুটভুটি নিয়ে চলে যায়।
হত্যাকাণ্ডের তিন দিন পর ১৫ সেপ্টেম্বর লাশ পানিতে ভেসে উঠে। এ ব্যাপারে নিহত নূর আলমের ছোট বোন মোছা. অজেদা বেগম বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের ও তদন্ত শেষে মহাদেবপুর থানা পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন মো. সাইদুর রহমান ও নাজমুন নাহার।