নির্বাচনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ডিসিদের নির্দেশ

Looks like you've blocked notifications!
সচিবালয়ে আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : এনটিভি

সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে যাতে কেউ কোনো ধরনের অরাজক পরিস্থিতর সৃষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রেখে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে জেলা প্রশাসকদের এ নির্দেশনা দেন আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা এই মন্ত্রী।

তিন দিনব্যাপী এ জেলা প্রশাসক সম্মেলন গত মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হয়। ওই দিন বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সম্মেলনের কর্ম অধিবেশন শুরু হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত তৃতীয় দিনের পঞ্চম কর্ম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসকদের নিদেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

অধিবেশন থেকে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, মাঠ প্রশাসনের পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। তারা মাদক মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়েও বলেছেন। এ ছাড়া বিভিন্ন বিষয়ে তাদের বেশ কিছু প্রস্তাব ছিলো। আমরা তাদের কথা শুনেছি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মাদক নির্মূলের বিষয়ে জেলা প্রশাসকদের জিরো টলারেন্স দেখাতে বলা হয়েছে। যেভাবেই হোক, আমাদের মাদকমুক্ত সমাজ গড়তে হবে। মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আমরা আইন মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পেশ করেছি।