নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ

Looks like you've blocked notifications!
নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. রফিক উল্লাহ খান। ছবি : সংগৃহীত

নেত্রকোনাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম অবশেষে শুরু হতে চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রফিক উল্লাহ খানকে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইন ২০১৮-এর ১০(১) ধারা অনুযায়ী গতকাল ২৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রফিক উল্লাহ খানকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেন।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শর্ত অনুযায়ী, অধ্যাপক রফিক উল্লাহ খান উপাচার্য পদে তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করায় নেত্রকোনাবাসী রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছে।