‘যেখানে হাঁটতে পারতাম না, এখন সালাম দেয়’

Looks like you've blocked notifications!
আজ শুক্রবার সকালে ফরিদপুরে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। ছবি : এনটিভি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দল যথেষ্ট দিছে। সামাজিক মর্যাদা দিছে। আমরা যেখানে রাস্তা দিয়ে হাঁটতে পারতাম না, এখন আমাদের দেখলে মাথা ঝুঁকি দিয়া সালাম দেয়।’

আজ শুক্রবার সকালে ফরিদপুরে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এলজিআরডি মন্ত্রী এসব কথা বলেন।

তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে সব ভেদাভেদ ভুলে পাথরের মতো শক্ত ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সেই জায়গায় দলের প্রয়োজনে এখন যদি মুরামুরি আরম্ভ করে, তাইলে কিন্তু কোনো কথাই সহ্য করতে পারব না আমরা। একেবারে পাথরের মতো এক হইয়া আমরা তৃতীয়বারের মতো ক্ষমতায় যাওয়ার জন্য, নির্বাচনী যুদ্ধে যাব।’

এ সময় মন্ত্রী আরো বলেন, ‘ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগ সরকারের সুপরিকল্পনায় দেশ যেমন উন্নত হয়েছে, তেমনি নেতাকর্মীরাও পেয়েছে সামাজিক মর্যাদা। দলের প্রয়োজনে এ সামাজিক মর্যাদাকে কাজে লাগিয়ে সবাইকে ঐকমত্যের ভিত্তিতে পাশে দাঁড়াতে হবে।’

এর আগে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন। সভায় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।