ধলেশ্বরী নদীর রক্ষার দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন
অবৈধ দখলের হাত থেকে ধলেশ্বরী নদী রক্ষার দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও স্থানীয় এলাকাবাসী।
আজ শুক্রবার সিংগাইরে ধলেশ্বরী নদীর ওপর শহীদ রফিক সেতুতে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এ সময় বাপার সহসভাপতি লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘নদীকে যেভাবে হত্যা করা হচ্ছে এটা জাতিকে হত্যা করার নীলনকশা বলে আমার কাছে মনে হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘আজকে সবচেয়ে বেশি বিপন্ন হলো বাংলাদেশের নারী এবং নদী। তারাই সবচেয়ে বেশি অত্যাচারিত।’ আগামীকাল থেকে ধলেশ্বরী নদী দখলকারী মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেডের এর নির্মাণ কাজ বন্ধের দাবি জানান তিনি।
এ সময় বক্তব্য দেন জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য শারমীন মুরশেদ, বাপার যুগ্ন সম্পাদক মিহির বিশ্বাস, ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক আজাহারুল ইসলাম আরজু, সদস্য সচিব আব্দুল হামিদ, বাপার সদস্য ইতি রাণী।