চট্টগ্রামে দোকানে ককটেল বিস্ফোরণ, আহত ২

Looks like you've blocked notifications!
ককটেল বিস্ফোরণে আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রামের খুলশী থানার সেগুনবাগান এলাকায় একটি দোকানে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই যুবক আহত হয়েছেন। পুলিশের দাবি, ককটেল বানিয়ে নাড়াচাড়া করার সময় এ বিস্ফোরণ ঘটে। অপরদিকে আহতদের দাবি, দোকানে কেউ ককটেল রেখে গিয়েছিল।

আজ শনিবার দুপুরে খুলশী ওয়্যারলেস সেগুনবাগান এলাকায় জামাল ট্রেডার্স নামে একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই দোকানমালিকের ছেলে মনা এবং মনির।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সুকান্ত চক্রবর্তী জানান, ইট বিক্রির দোকানের সামনে ককটেল তৈরির পর তা হাতে নিয়ে নাড়াচাড়া করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা ২০-দলীয় জোটের কর্মী বলে জানান তিনি। 

আহতদের পুলিশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেবে বলে জানান ওসি।

তবে আহত মনা জানান, কে বা কারা দোকানে চেয়ারের নিচে ককটেলভর্তি ব্যাগ রেখে গেছে। পায়ের সাথে আঘাত লেগে এর বিস্ফোরণ ঘটে।