পাহাড় ধসে ১০ বাড়ি ক্ষতিগ্রস্ত, প্রশাসনের উচ্ছেদ অভিযান

Looks like you've blocked notifications!
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঘটনার পর আজ শনিবার অর্ধশতাধিক ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি উচ্ছেদ করে প্রশাসন। ছবি : এনটিভি

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পাহাড়ি এলাকায় গত শুক্রবার পাহাড় ধসে ১০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পর আজ শনিবার অর্ধশতাধিক ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কক্সবাজার জেলা প্রশাসন, পুলিশ, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসন জানিয়েছেন, গতকাল শুক্রবার বিকেলে ভারি বর্ষণের ফলে বিসিক শিল্প এলাকার পাশে চারটি পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এ সময় পাহাড় ধসে অন্তত ১০টি পাকা এবং  আধা পাকা ঘরবাড়ি ধসে পড়ে। এছাড়াও আশপাশের বিভিন্ন ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আজ সকালেও ভারি বর্ষণ শুরু হলে পাহাড়ে ফাটলের সৃষ্টি হয়। খবর পেয়ে প্রশাসন যৌথ উদ্যোগে এ অভিযান চালায়।

অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান জানান, কক্সবাজারের বিভিন্ন পাহাড়ি এলাকায় যেসব ঝুঁকিপূর্ণ বসতি রয়েছে পর্যায়ক্রমে সব ঝুঁকিপূর্ণ বসতবাড়ির পরিবারগুলোকে নিরাপদে সরিয়ে আনা হবে। গত দুই মাসে এই পর্যন্ত আট শতাধিক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে বলেও তিনি জানান।

গত ২৫ জুলাই কক্সবাজার শহরতলীর এবিসিঘোনা এবং রামুর মিঠাছড়িতে পাহাড় ধসের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরো তিনজন। এছাড়াও অবিরাম বর্ষণকালে আরো অসংখ্য ছোট-বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে।