‘বিএনপির আলহামদুলিল্লাহ বলে নির্বাচনে অংশ নেওয়া উচিত’

Looks like you've blocked notifications!

আগামী জাতীয় নির্বাচনে বিএনপির আলহামদুলিল্লাহ বলে অংশ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘নির্বাচনে হারলে কারচুপির অভিযোগ থেকে বেরিয়ে আসতে হবে। সিলেটে কাল সকালে বিএনপি প্রার্থী কারচুপির অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবি করেছেন। রাতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে, আমাদের প্রার্থী রাতে ফলাফল স্থগিত রেখে পুনরায় ভোট গণনার দাবি করেছেন। আমাদের সবাইকে এ কালচার থেকে বেরিয়ে আসতে হবে।’

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘বিএনপির অভিযোগ মূল্যহীন। গত নির্বাচনে না এসে যে ভুল করেছে, তার খেসারত তারা এখন দিচ্ছে। এ ভুল তারা আর করবে না বলে মনে করি।’

এ ছাড়া নির্বাচন নিয়ে সংলাপের কোনো সম্ভাবনা নেই বলেও জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। নির্বাচন কমিশন সততা ও দক্ষতার সঙ্গে কাজ করছে এমন দাবি করে সংবিধান অনুযায়ী এ কমিশনের অধীনেই নির্বাচন হবে বলেও তিনি জানান।