আশাশুনিতে দুর্বৃত্তদের দায়ের কোপে আহত ৪, আটক ৪
সাতক্ষীরার আশাশুনির খাজরা গ্রামে দুর্বৃত্তদের দায়ের কোপে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।
গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে খাজরার পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ওপর এ ঘটনা ঘটে।
দায়ের কোপে আহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন আশাশুনির পিরোজপুর গ্রামের সাইফুল ইসলাম, তাঁর মেয়ে ও আনারুল ইসলাম।
গণপিটুনির পর আটক ব্যক্তিদের মধ্যেও তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মঞ্জুরুল, তকমারুল, আসগর আলী।
আহত চার গ্রামবাসীকে খুলনার কয়রার জায়গীরমহল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর গ্রেপ্তার চারজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) আওয়াল কবির জানান, গভীর রাতে কয়েকজন ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে ব্যাংক ডাকাত কালামের বাড়ির মুখে অবস্থান করছিল। গ্রামবাসী তাদের চ্যালেঞ্জ করলে ডাকাতদের দায়ের কোপে পিরোজপুর গ্রামের সাইফুল ইসলাম, তাঁর মেয়ে ও আনারুল ইসলামসহ চারজন আহত হন। পরে গ্রামের আরো লোকজন এগিয়ে এসে ডাকাতদের ধরে গণপিটুনি দিতে শুরু করে। এর পর পরই পুলিশ সেখানে পৌঁছায়। এ সময় আহত ডাকাতদের গ্রেপ্তার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
খাজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম জানান, ডাকাত দলটি চিহ্ণিত ব্যাংক ডাকাত কালামের সঙ্গে নতুন ডাকাতির পরিকল্পনা করছিল। ঘটনার সময় কালামসহ আরো কয়েক ডাকাত পালিয়ে যায়।