সরকার ব্যর্থ, অবিলম্বে পদত্যাগ চাই : ফখরুল

Looks like you've blocked notifications!
সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি

টানা কয়েক দিনের ঘটনায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শুধু শাজাহান খান (নৌমন্ত্রী) নয়, সরকারের পদত্যাগ দাবি করেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফখরুল এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তার নিন্দা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমরাও বলতে পারি, শেখ হাসিনা দেশে আসার ১৭ দিন পরে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল।’ জিয়াউর রহমান কোনো হত্যার সঙ্গে জড়িত নয় বলেও জানান তিনি।

বিএনপির মহাসচিব বলেন, ‘শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন দমাতে না পেরে আন্দোলনকে অন্যদিকে ফেরানোর জন্য জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যা কথা বলেছেন সরকারের প্রধানমন্ত্রী।’

শিক্ষার্থীদের চলমান ছাত্র আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানাই। তাদের এ আন্দোলন যৌক্তিক।’

বিএনপি নেতা বলেন, ‘সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে দেশে একের পর এক অঘটন ঘটলেও অনির্বাচিত অবৈধ এ সরকার তা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই জনগণকে এই সরকারের পতন আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। সরকারের অবিলম্বে পদত্যাগের দাবি করছি।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবে, আমাদের সেই সন্তানরা গতকাল যা করেছে, যেভাবে গাড়িচালকদের লাইসেন্স দেখেছে, তাকে সমর্থন জানাই। আমরা যেটা পারিনি, তারা সেটা পেরেছে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা আতাউর রহমান ঢালী, আবুল কালাম আজাদ, আমানউল্লাহ আমান, আসাদুল করীম শাহীন, রফিক সিকদার, নাজিম উদ্দিন আলম।