রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় হকার নিহত

Looks like you've blocked notifications!

রাজধানীর ফকিরাপুলে দ্রুতগামী একটি প্রাইভেট কারের ধাক্কায় রিকশা আরোহী রফিকুল ইসলাম খোকন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় খোকনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।

গেন্ডারিয়া ধূপখোলা এলাকায় এক সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতেন খোকন। তিনি পেশায় ছিলেন হকার। রাস্তায় ঘুরে ঘুরে শাড়ি কাপড় বিক্রি করতেন।

ঘটনার সময় নিহতের সঙ্গে থাকা আসলাম নামে এক যুবক জানান, গুলিস্তান থেকে রিকশা নিয়ে তাঁরা যাচ্ছিলেন মুগদা এলাকায়। রিকশাটি ফকিরাপুল কালভার্ট রোড পার হওয়ার পর পরই পেছন থেকে কালো রঙের একটি দ্রুতগামী প্রাইভেটকার ধাক্কা দেয়। রিকশায় থাকা দুজনই ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় মাথায় আঘাত পান খোকন।

দ্রুত খোকনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আসলাম আরো জানান, কালো রঙের প্রাইভেটকারটির পেছন দিকের কাঁচ ভাঙা ছিল। ধারণা করা হচ্ছে  প্রাইভেটকারটি পালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এস আই) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।