পরিবহন সংকটে শত শত যাত্রী আটকা বেনাপোলে

Looks like you've blocked notifications!

পরিবহন সংকটের কারণে যশোরের বেনাপোল চেকপোস্টে শত শত যাত্রী আটকা পড়েছেন। 

ঢাকাসহ সারা দেশে যানবাহন ভাঙচুরের প্রতিবাদে আজ শুক্রবার সকাল থেকে বেনাপোলে পরিবহন ধর্মঘট ডেকেছেন শ্রমিকরা। এর ফলে বেনাপোল থেকে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

যশোর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দিয়েছে।

যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় ভারত থেকে আসা শত শত দেশি-বিদেশি যাত্রী আটকা পড়েছে বেনাপোল চেকপোস্ট এলাকায়। যাত্রীরা শুয়ে বসে অলস সময় কাটাচ্ছেন বিভিন্ন পরিবহন কাউন্টারে।

সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছেন রোগীসহ শিশু ও নারীরা। বিদেশি যাত্রীরা না যেতে পারছে ঢাকায়, না পারছে ফিরে যেতে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভারত থেকে ফিরে আসা বাংলাদেশি যাত্রীরা বলেন, অপরাধ করেছে চালকরা, আবার তারাই বাস চালানো বন্ধ রেখেছে। বাস চলাচল না করার কারণে তারা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন।

যশোর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী মুঠোফোনে বলেন, ‘আমাদের গাড়ি চালাতে কোনো সমস্যা নেই তবে রাস্তায় আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাস্তায় আমাদের নিরাপত্তা নিশ্চিত না থাকায় আমরা গাড়ি চালানো বন্ধ রেখেছি।’