শাজাহান খানের পদত্যাগ দাবি

Looks like you've blocked notifications!
সংহতি সমাবেশে বক্তব্য দেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। ছবি : এনটিভি

নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, ‘এই দাবি আবেগের বশবর্তী হয়ে নয়, সড়ক দুর্ঘটনায় মৃত্যু নিয়ে কটাক্ষের জন্য এই দাবি।’

আজ শুক্রবার রাজধানীর শাহবাগে ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদ আয়োজিত সংহতি সমাবেশে এসব কথা বলেন সেলিম।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘যদি নৌমন্ত্রীকে বাঁচানোর চেষ্টা করেন আপনি ক্ষমতা হারাবেন। আর যদি আপনি ক্ষমতায় থাকতে চান নৌমন্ত্রীকে আজ বিদায় করতে হবে। এটা (দাবি) আবেগের জায়গা থেকে করা হয়নি। হিংসার বশবর্তী হয়ে করা হয় নাই। এটা করা হয়েছে এ কারণে যে তিনি ঔদ্ধত্যপূর্ণভাবে এ হত্যাকাণ্ডকে তিরস্কার করেছেন।’

আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি সমাবেশে বক্তব্য রাখেন, সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক মিশুক মুনীরের ভাই আসিফ মুনির। তিনি বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষা নিয়ে সড়কে পরিবহন ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।’

সমাবেশ দাবি মেনে নিয়ে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষায় মনোনিবেশ করা সুযোগ করে দেবার দাবি জানান ছাত্র ইউনিয়ন নেতারা। সমাবেশ শেষে প্রাচ্যনাট পথনাটক পরিবেশন করে।