রিজভীর হুঁশিয়ারি

শিক্ষার্থীদের ওপর হামলার পরিণাম ভালো হবে না

Looks like you've blocked notifications!
আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি : এনটিভি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘যদি আওয়ামী লীগ কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলা করে তাহলে জনগণ ও অভিভাবকরা তাদের ক্ষমা করবে না, এর পরিণাম শুভ হবে না। ভোটারবিহীন সরকারকে শুধু জনগণই নয়, শিশু থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পর্যন্ত সব স্তরের শিক্ষার্থীরা বিশ্বাস করে না।’

আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

বিএনপি নেতা বলেন, ‘মন্ত্রীদের নির্দেশে আজকেও দেশব্যাপী গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। কষ্ট দেওয়া হচ্ছে সাধারণ মানুষদের। আন্দোলনরত শিক্ষার্থীরা এই গণপরিবহন বন্ধ করেনি। মূলতঃ পরিবহন সেক্টরে নৈরাজ্যকারীদের হুকুমেই পরিবহন বন্ধ রাখা হয়েছে।’

‘বিভিন্ন মোড়ে মোড়ে ছাত্রলীগ-যুবলীগ অশুভ উদ্দেশ্য নিয়ে অবস্থান করছে। সরকার সুদীর্ঘ বাহু বিস্তৃত করে শিশু-কিশোরদের আন্দোলনকে দমানোর এক মহাপ্রস্তুতি গ্রহণ করে চলেছে। তারপরও ছাত্রছাত্রীদের আন্দোলন বেগবান।’

অব্যবস্থাপনার কারণেই পরিবহন সেক্টরে অরাজকতা চলছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

‘খালেদা জিয়া এখনো গুরুতর অসুস্থ’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘খালেদা জিয়াকে সরকার অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাবন্দি করার পর তাঁকে সুচিকিৎসা না দেওয়ায় প্রতিনিয়ত তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটছে। গতকাল খালেদা জিয়ার সঙ্গে তাঁর স্বজনরা দেখা করেছে। খালেদা জিয়া এখনো গুরুতর অসুস্থ।’

রুহুল কবির রিজভী বলেন, ‘খালেদা জিয়াকে নিয়ে সরকার নিষ্ঠুর নির্যাতনের নানামুখী পদক্ষেপ নিচ্ছে। দীর্ঘদিন থেকে তাঁর ঠান্ডা, জ্বর সারছেই না। খালেদা জিয়া নানাবিধ রোগে আক্রান্ত হলেও তাঁর ইচ্ছানুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। তাঁকে কষ্ট দিয়ে তিলে তিলে তাঁর শারীরিক অবস্থা আরো খারাপের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।’