শিশুদের নিরাপত্তা নিয়ে জাতিসংঘের উদ্বেগ

Looks like you've blocked notifications!

নিরাপদ সড়কের দাবিতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে আন্দোলনরত শিশু ও তরুণদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।

আজ রোববার জাতিসংঘ এবং এর সহযোগী ইউনিসেফ, ইউএনএফপিএ, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আরো তিনটি সংস্থা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা জানায়। সড়কের নিরাপত্তা নিশ্চিত করে সব পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছে জাতিসংঘ।  

জাতিসংঘ ঢাকা কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে ওই বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী প্রতি বছর প্রায় ২০ হাজারেরও বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়।

বিবৃতিতে বলা হয়, রাজধানীতে কয়েকদিনে বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আহত হয়েছে। এটা গভীর উদ্বেগের বিষয়।

গত কয়েকদিনের সহিংসতার বিষয়ে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। এ ছাড়া আহত হয় বেশ কয়েকজন। নিহত শিক্ষার্থীরা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব।

এরপর থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাস্তার অবস্থান নেওয়ায় ঢাকার অভ্যন্তরীণ সড়কগুলোয় বাস চলাচল একেবারেই কমে যায়। এমনকি আন্তজেলা বাস চলাচলও বন্ধ করে দেন মালিক ও শ্রমিকরা।