রেলের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল
রেলপথমন্ত্রী মুজিবুল হক জানিয়েছেন, ‘আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের সেবা নিশ্চিত করতে রেলের গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।’ মন্ত্রী বলেন, ‘রেলের যাত্রীদের ভোগান্তি যেন না হয়, এ জন্য রেল বিভাগে সবাই কর্মস্থলে রেল ভবনে থেকে দায়িত্ব পালন করে যাবেন, যেন যাত্রীরা সঠিকভাবে সেবা পান।’
শনিবার বিকেলে কুমিল্লার মিয়াবাজার কলেজে আয়োজিত এক সুধী সমাবেশে রেলমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘ইঞ্জিন আছে ১৯৯টি, ঈদ উপলক্ষে আরো ২৫টি যোগ করা হবে। স্পেশাল ট্রেন চলবে ঈদের আগে তিন দিন এবং ঈদের পরে সাত দিন।’
১৫ সেপ্টেম্বর থেকে রেলের অগ্রিম টিকেট দেওয়া শুরু হবে। মন্ত্রী বলেন, যাত্রীদের চাপ সামলাতে ঈদ উপলক্ষে ১০ দিন সব রুটে স্পেশাল ট্রেন চালু থাকবে। ঈদে টিকেট কালোবাজারি, মলম পার্টিসহ অপরাধীদের প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে মন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ওই এলাকার ১৬টি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন।