অগ্রিম টিকেট পেতে কমলাপুরে ভিড়

Looks like you've blocked notifications!

ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকেট কিনতে দ্বিতীয় দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।

বাড়ি ফেরার টিকেটের প্রত্যাশায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন মানুষ। ট্রেনের এই আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে গতকাল বুধবার থেকে। টিকেট বিক্রি  চলবে ১২ আগস্ট পর্যন্ত। 

গতকাল দেওয়া হয়েছে ১৭ আগস্টের টিকেট। আজ বৃহস্পতিবার দেওয়া হচ্ছে ১৮ আগস্টের টিকেট। এভাবে ১০, ১১ ও ১২ আগস্ট মিলবে ১৯, ২০ ও ২১ আগস্টের টিকেট।

অনেকেই মাঝরাত থেকেই লাইনে দাঁড়িয়েছেন। প্রতিবারের মতো এবারও ১০ দিন আগে থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হলো।

একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকেট নিতে পারবেন।

এবার ঢাকা স্টেশনে ২৬টি কাউন্টার খোলা রাখা হয়েছে। এর মধ্যে দুটি কাউন্টার নারীদের জন্য সংরক্ষিত রয়েছে। ফিরতি টিকেট বিক্রি শুরু হবে ১৫ আগস্ট থেকে।

ঈদ উপলক্ষে ৯ জোড়া বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।

এর আগে গত মঙ্গলবার ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়।