অবরোধ-বিক্ষোভে নিশ্চল ঢাকা
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাটবিরোধী আন্দোলনে অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা। আজ রোববার সকাল থেকেই শিক্ষার্থীরা রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। রাজধানীর অনেক সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর ভ্যাট আরোপ করার প্রতিবাদে কয়েক দিন ধরেই আন্দোলন চলছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃষ্ট প্রতিবন্ধকতায় রাজধানীর উত্তরা থেকে আবদুল্লাহপুর, ধানমণ্ডি থেকে মিরপুর ও কুড়িল বিশ্বরোড থেকে মালিবাগ পর্যন্ত এলাকার যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। অনেক জায়গায় প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, সকাল সাড়ে ১০টায় ধানমণ্ডির সোবহানবাগের ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রধান ফটক থেকে মিছিল বের হয়। এতে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া সকাল ১০টার দিকে আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রামপুরা-বাড্ডা সড়ক অবরোধ করেন। এ সময় শিক্ষার্থীরা ভ্যাটবিরোধী স্লোগান দেন।
সকাল সাড়ে ১০টার দিকে উত্তরার আজমপুরের কাছে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এয়ারপোর্ট-টঙ্গী সড়কের উভয় পাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।
ইউএনবি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
সকাল সাড়ে ১০টার দিকে সিলেট নগরের লিডিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পূর্ব বন্দরবাজার এলাকার সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। প্রায় একই সময়ে নগরের সাতটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বের করেন।
গত ৪ জুলাই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ভর্তি ও অন্যান্য ফির ওপর ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করে। এর প্রতিবাদে ৯ সেপ্টেম্বর থেকে ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। পর্যায়ক্রমে তা রাজধানীর অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।