স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, চালকের লাইসেন্স নেই

Looks like you've blocked notifications!

রাজধানীর মিরপুর রোডের কলেজ গেট এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের গাড়িতে পেছন থেকে ধাক্কা দিয়েছে নিউ ভিশন পরিবহনের একটি বাস।

গতকাল শুক্রবার রাতে এ ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করেছে। চালক ও তাঁর সহকারীকে (হেলপার) আটক করা হয়েছে। এই বাসচালকেরও কোনো ড্রাইভিং লাইসেন্স নেই বলে জানিয়েছে পুলিশ। সারা দেশে ট্রাফিক সপ্তাহ চলার মধ্যেই এ ঘটনা ঘটল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জানিয়েছেন, শুক্রবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ বাসচালক মানিক মিয়া ও তাঁর সহকারী ইব্রাহীমকে আটক করেছে। বাসটি মন্ত্রীর গাড়িকে পেছন থেকে হালকা ধাক্কা দেয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িতেই ছিলেন। তবে তিনি আঘাতপ্রাপ্ত হননি।

পুলিশ জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে একজন রোগী দেখতে গিয়েছিলেন। বের হয়ে যাওয়ার সময় নিউ ভিশন পরিবহনের বাসটি পেছন থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে বহনকারী গাড়িতে ধাক্কা দেয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।