সাংবাদিকরা মামলা করতে পারেন : ডিএমপি কমিশনার

Looks like you've blocked notifications!
সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। ছবি : এনটিভি

হামলায় আহত সাংবাদিকদের মামলা করার পরামর্শ দিলেন ঢাকা মেট্রোপলিচন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ট্রাফিক সপ্তাহের শেষ দিনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার আরো বলেন, সাংবাদিকরা মামলা করতে পারেন। তবে মামলা না করলেও পুলিশ হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে। এ ক্ষেত্রে ঘটনার ছবি, ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

আছাদুজ্জামান মিয়া বলেন, বৈধ কাগজপত্র ছাড়া রাস্তায় কোনো গাড়ি চলতে দেওয়া হবে না। ট্রাফিক সপ্তাহ শেষ হলেও আরো তিনদিন চলবে বিশেষ অভিযান। এরপর সারা বছরই নিয়মিত অভিযান চলবে।

সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিকরা। এর প্রতিবাদে ও দায়ীদের বিচার দাবিতে বিক্ষোভ করছে সাংবাদিকরা।