ঝিনাইদহে এক মাসে ৪৩ জনের আত্মহত্যা
ঝিনাইদহ জেলায় গত আগস্ট মাসে ৪৩ জন মানুষ আত্মহত্যা করেছে। একই সময়ে জেলায় খুনের ঘটনা ঘটেছে পাঁচটি।
আজ রোববার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আত্মহত্যা ও মানসিক স্বাস্থ্য বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোসাইটি ফর ভলান্টারি অ্যাকটিভিটিস (শোভা) নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন করা হয়। সভায় জানানো হয়, ঝিনাইদহে আত্মহত্যার প্রবণতা বাড়ছে।
সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের ক্লিনিক্যাল সাইকোলিজি বিভাগের সহযোগী অধ্যাপক কামাল উদ্দিন আহম্মেদ চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সভায় জানানো হয়, ঝিনাইদহ জেলার ছয়টি উপজেলায় গত সাড়ে ১২ বছরে দুই হাজার ৮৩৬ জন মানুষ আত্মহত্যা করেছে। এ সময় আত্মহত্যার চেষ্টা করে বেঁচে গেছেন ২৭ হাজার ১৫২ জন।
আত্মহত্যার প্রবণতা এ অঞ্চলে বেশি থাকার কারণ হিসেবে কীটনাশকের সহজলভ্যতাকে দায়ী করা হয় মূল প্রবন্ধে। সেখানে বলা হয়, এ এলাকায় কীটনাশকের সহজলভ্যতার পাশাপাশি এর সংরক্ষণও নিরাপদ নয়।
এ ছাড়া মূল প্রবন্ধে এ অঞ্চলের আত্মহত্যার মূল কারণ হিসেবে কথায় কথায় নারী অধিকারের লঙ্ঘন বা স্বীকৃতি না দেওয়া, সব বিষয়ে নারীকে দোষারোপ করা, যৌন হয়রানি, বাল্যবিবাহ, বহুবিবাহ, যৌতুকসহ বিবাহসহ নানা ধরনের সামাজিক প্রথাকে দায়ী করা হয়।
সভায় আলোচনায় অংশ নেন, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক আবদুল ওয়াহেদ জোয়ারদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নাইন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।