চলন্ত ট্রেনে ছিনতাইকারীর ছুরিকাঘাত

Looks like you've blocked notifications!

রাজধানীতে চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রুবেল মিয়া (২২) নামের এক যুবক আহত হয়েছেন। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে টাকা ও মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে গেছে।

গতকাল শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত রুবেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালে আহত রুবেল গণমাধ্যমকে জানান, ঝালকাঠির নলছিটি উপজেলায় তাঁর বাড়ি। তিনি নারায়ণগঞ্জের পঞ্চবটী এলাকায় একটি টেক্সটাইল মিলে চাকরি করেন।

গতকাল রাতে ব্যক্তিগত কাজ শেষ করে বিমানবন্দর রেলস্টেশন থেকে কমলাপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ছাদে ওঠেন রুবেল। কমলাপুর থেকে পরে তাঁর ট্রেনে করে নারায়ণগঞ্জ যাওয়ার কথা ছিল।

ট্রেনটি বিমানবন্দর রেলস্টেশন পার হওয়ার পর পাঁচ ছিনতাইকারী হঠাৎ রুবেলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তাঁর দুই হাত, পেট ও পায়ে আঘাত লাগে। এ সময় ছিনতাইকারীরা পাঁচ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে দ্রুত সটকে পড়ে।

রুবেল আরো জানান, ট্রেনটি কমলাপুর ৪ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছার পর নাঈম ও শিমুল নামের দুই ব্যক্তি তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ঘটনাটি কমলাপুর রেলওয়ে থানায় জানানো হয়েছে।