কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে বাসচালক নিহত
নাটোরের গুরুদাসপুর উপজেলায় কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১৬ জন।
আজ সোমবার সকালে উপজেলার হাঁসমারি এলাকায় বনপাড়া-হাটিকুমরুল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসচালকের নাম প্রাথমিকভাবে আজাদ বলে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শামসুন নুর জানান, বাসটি ঢাকা থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিল। আর কাভার্ডভ্যানটি বিপরীত দিক থেকে আসছিল। পথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে বাসচালক আজাদ সেখানে মারা যান।