ভিক্ষা করার দায়ে দুজনকে কারাদণ্ড
ভিক্ষা করে গণউপদ্রব করার দায়ে নীলফামারীতে দুই ভিক্ষুককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী হাকিম ও জেলার কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্দিকুর রহমান আজ রোববার এ সাজা দেন।
সাজার আদেশ পাওয়া ব্যক্তিরা হলেন জেলার কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের দবির উদ্দিন (৫৫) ও ছাইয়েদার রহমান (৫০)।
কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের লোকজন জানায়, উপজেলার ভিক্ষুকদের পুনর্বাসনের ব্যবস্থা করে এক বছর আগে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেছে প্রশাসন। কিন্তু দবির ও ছাইয়েদার আজ রণচণ্ডী ইউনিয়নে ভিক্ষা করতে বের হলে স্থানীয় লোকজন তাঁদের আটক করে থানায় সোপর্দ করে। পরে নির্বাহী হাকিম ইউএনও সিদ্দিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গণউপদ্রব করার দায়ে দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
সাজা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ ইউএনও সিদ্দিকুর রহমান।
রণচণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমান সাংবাদিকদের জানান, দবির উদ্দিন ও ছাইয়েদার রহমান দুজনই স্বচ্ছল। ভিক্ষা করা তাঁদের নেশা।