বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম আর নেই

Looks like you've blocked notifications!
বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য তাজুল ইসলাম চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

গতকাল সোমবার রাত ১১টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাজুল ইসলাম। অসুস্থতার কারণে গত রোববার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।

জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য স্ত্রী, দুই ছেলে ও এক  মেয়ে রেখে গেছেন।

আজ মঙ্গলবার বাদ আসর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার কুড়িগ্রামে সবুজপাড়া গ্রামে তাঁর শেষ জানাজার পর সেখানেই তাঁর লাশ দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক  প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন তাজুল ইসলাম। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা এ রাজনীতিবিদ সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন।

সংসদ সদস্য তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।