সাতক্ষীরায় নদী থেকে নারীর লাশ উদ্ধার
সাতক্ষীরার আশাশুনি উপজেলার মধ্যম চাপড়া এলাকায় বেতনা নদী থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় স্থানীয় লোকদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, বেতনা নদীতে অজ্ঞাতনামা এক নারীর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই নারীর বয়স আনুমানিক ৪৫ বছর। তাঁর পরিচয়ও পাওয়া যায়নি।