নেত্রকোনায় লাইসেন্সধারী মোটরসাইকেলের চালকদের হেলমেট উপহার

Looks like you've blocked notifications!
মোটরসাইকেল চালকের হাতে বিনামূল্যে হেলমেট তুলে দিচ্ছেন নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী। ছবি : এনটিভি

সড়ক দুর্ঘটনা হ্রাস করতে ও গণসচেতনতা বৃদ্ধিতে বৈধ কাগজ ও ড্রাইভিং লাইসেন্সধারী মোটরসাইকেলের চালকদের বিনামূল্যে হেলমেট উপহার দিয়েছে নেত্রকোনা জেলা পুলিশ।

আজ মঙ্গলবার ট্রাফিক সপ্তাহের শেষ দিনে শতাধিক ব্যক্তির হাতে হেলমেটগুলো তুলে দেন নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী।

জেলা শহরের মোক্তারপাড়া ব্রিজে এ অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে মেসার্স কুড়ি বিল্ডার্স। এ সময় রাস্তায় অবৈধ যান চলাচলকারীদের জরিমানা এবং গাড়ির বৈধ কাগজ ও ড্রাইভিং লাইসেন্সধারী প্রত্যেক মোটরসাইকেলের চালকের হাতে ট্রাফিক আইনবিষয়ক লিফলেট ও রজনীগন্ধা ফুলের স্টিক তুলে দেওয়া হয়।

হেলমেট বিতরণকালে সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুরহান উদ্দিন খান, নেত্রকোনা  ট্রাফিক পুলিশের পরিদর্শক আবু নাসের মো. জহির, মেসার্স কুড়ি বিল্ডার্সের চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ।