নাব্যতা সংকটে শিমুলিয়ায় ফেরি চলাচল ব্যাহত

Looks like you've blocked notifications!

মুন্সীগঞ্জের লৌহজং পয়েন্টসহ নানা স্থানে নাব্যতা সংকট দেখা দেওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। এই পথে কয়েকটি কে-টাইপ ফেরি জরুরি কিছু হালকা যানবাহন নিয়ে চলাচল করছে। এর ফলে দুই পাড়ে লঞ্চ ও স্পিডবোটে পদ্মা পারাপারে বেড়েছে যাত্রীর চাপ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন হালকা যানবাহন নিয়ে ৪/৫টি কে-টাইপ ছোট ফেরি চলাচল করছে। এখনো রো রো ও ডাম্ব ফেরি চলাচল বন্ধ রয়েছে।

এদিকে যাত্রীদের চাপ সামলাতে এ পথের তিনটি রো রো ফেরিসহ চারটি ফেরি পাটুরিয়া পথে স্থানান্তর করা হয়েছে বলে জানান ব্যবস্থাপক। 

এদিকে এ পথে সপ্তাহখানেক ধরে আটকেপড়া পণ্যবাহী যানবাহনগুলোকে অন্য পথে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বেশ কিছু ট্রাক অন্যত্র চলে গেলেও অসংখ্য ট্রাক এখনো পুরাতন কাওড়াকান্দি ঘাটের সড়কে অবস্থান নিয়েছে।

ফেরিতে অচলাবস্থার কারণে যাত্রী চাপ বেড়েছে লঞ্চ ও স্পিডবোটে।

ব্যবস্থাপক আবদুস সালাম আরো বলেন, সাতটি ড্রেজার মেশিং দিয়ে ২৪ ঘণ্টাই ড্রেজিং কাজ চলছে। ঈদের আগেই নৌপথের ফেরি চলাচলে উপযোগী করার জন্য খননকাজ চালিয়ে যাওয়া হচ্ছে।