শোক দিবসে সাবেক সাংসদ টিটোর শোডাউন

Looks like you've blocked notifications!
যশোর জেলা আওয়ামী লীগের ব্যানারে আজ বুধবার দৃপুর ১২টার দিকে কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে শোডাউন করেন সাবেক সাংসদ খালেদুর রহমান টিটো। ছবি : এনটিভি

নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। আজ বুধবার সকাল থেকে এসব কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ৮টায় শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন যশোর-৩ সদর আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ।

এরপর বেলা ১১টার দিকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

দুপুর ১২টার দিকে জেলা আওয়ামী লীগের ব্যানারে কয়েক হাজার নেতা-কর্মী-সমর্থক নিয়ে শ্রদ্ধাঞ্জলি দিতে যান যশোর-৩ আসনের সাবেক সাংসদ খালেদুর রহমান টিটো। শ্রদ্ধাঞ্জলি দিতে আসা মিছিলগুলোর মধ্যে সবচেয়ে বড় ছিল এটিই, এমনটাই দাবি করেছেন দলটির নেতারা।

শ্রদ্ধাঞ্জলি শেষে শহরের ভোলাট্যাংক রোডে আয়োজিত শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খালেদুর রহমান টিটো।

এ ছাড়া সারাদিনই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

শহরের প্রতিটি পাড়া-মহল্লার মোড়ে মোড়ে আয়োজন করা হয় দোয়া মাহফিল ও দরিদ্রভোজের।