‘গন্ধ আ. লীগেরই পাওয়ার কথা, আমরা পাচ্ছি না’

Looks like you've blocked notifications!
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শনিবার শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর আয়োজিত আলোচনা সভায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি : এনটিভি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব এক-এগারোর গন্ধ পাচ্ছেন। পাওয়ার কথা? এক-এগারো তো তাঁরাই করেছিলেন। ওই এক-এগারোর সরকারকেই তাঁরা তাঁদের আন্দোলনের ফসল বলে ঘোষণা করেছিলেন।’

জাতীয় শোকদিবস উপলক্ষে গত বৃহস্পতিবার রাজধানীর ইডেন মহিলা কলেজে আয়োজিত এক আলোচনাসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, ‘এক-এগারোর গন্ধ পাচ্ছি।’ তাঁরই কথার জবাবে আজ এ মন্তব্য করেন নজরুল ইসলাম খান।

আজ শনিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর আয়োজিত আলোচনা সভায় নজরুল ইসলাম খান বক্তব্য দেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘তাহলে কীভাবে কী পরিস্থিতিতে এই এক-এগারো হয়, এটা তো তাঁদের জানাই আছে। অতএব আগে থেকে কেউ যদি গন্ধ পায়, সেটা তো তাদেরই পাওয়ার কথা। আর কারো পাওয়ার কথা না। আমরা যেমন পাচ্ছি না। এক-এগারোর মতো সরকার আমরা পছন্দ করি না। আমরা নির্বাচন চাই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেখানে জনগণ নিশ্চিন্তে ভোট দিতে পারবে এবং তারা যাকে ভোট দিবে সে বিজয়ী হবে।’

সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির চার ভাগের এক ভাগ ভোট আওয়ামী লীগ পাবে এমন দাবি করেন নজরুল ইসলাম খান। এই কারণে নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতাসীনরা নির্বাচন দিতে চায় না বলে তিনি মন্তব্য করেন।