বিভক্ত হলো মুরাদনগর, বাঙ্গরাবাজার হবে নতুন থানা
কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলাকে দুই ভাগে বিভক্ত করে বাঙ্গরাবাজার নামে নতুন একটি থানা স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সোমবার সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানান।
বাঙ্গরাবাজার নামে নতুন থানার নীতিগত সিদ্ধান্তের সংবাদ পেয়ে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে নেমে আসে উৎসবের আমেজ। সবার মধ্যে চলছে মিষ্টি বিতরণ।
২০১৩ সালে মুকলেশপুর গ্যাসক্ষেত্র উদ্বোধনের সময় জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহত্তর মুরাদনগর থানাকে দুই ভাগে বিভক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।