সাতক্ষীরায় জামায়াত নেতা মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
সাতক্ষীরার খানপুর মাদ্রাসার শিক্ষক মওলানা আহাদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে মাদ্রাসা সংলগ্ন এলাকায় একদল জামায়াত ও শিবিরকর্মীকে নিয়ে নাশকতার লক্ষ্যে গোপনে মিটিং করার সময় তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ দবি করেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, তিনি গোপন সূত্রে খবর পাওয়ার পর একদল পুলিশ সেখানে দ্রুত পৌঁছে যায়। এ সময় মওলানা আহাদকে গ্রেপ্তার করা গেলেও অন্যরা দ্রুত পালিয়ে যায়।
ওসি আরো জানান, মওলানা আহাদ জামায়াতের একজন ওয়ার্ড পর্যায়ের নেতা। তাঁর বিরুদ্ধে নাশকতার দুটি মামলা রয়েছে।
মওলানা আহাদের বাড়ি মৃগিডাঙ্গা গ্রামে।