জয়পুরহাটে বিজিবির আন্তসেক্টর কারাতে প্রতিযোগিতা শুরু
জয়পুরহাটে উত্তর-পশ্চিম রিজিওন রংপুর বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) আন্তসেক্টর কারাতে প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ সোমবার থেকে জয়পুরহাট শহরের পারুলিয়ায় জয়পুরহাট-৩ বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি)মাঠে চারদিনব্যাপী এ কারাতে প্রতিযোগিতা শুরু হয়েছে।
এ উপলক্ষে সকালে এই কারাতে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিজিবির দিনাজপুরের সেক্টর কমান্ডার ও উপমহাপরিচালক কর্নেল খালেকুজ্জামান পিএসসি। এ সময় জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আব্দুর রাজ্জাক তরফদারসহ অন্য সেক্টর ও ব্যাটালিয়নের বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সোমবার প্রতিযোগিতার উদ্বোধনী দিনে লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এর প্রথম রাউন্ডে বিজিবির রংপুর রিজিওনের অধীনে রাজশাহী, রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও সেক্টরের বিভিন্ন ব্যাটালিয়নের শতাধিক কারাতে প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার তৃতীয় দিন থেকে স্থান নির্ধারণী ফাইনাল রাউন্ডটি নকআউট ভিত্তিতে অনুষ্ঠিত হবে।
আগামী ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী (সমাপনী) অনুষ্ঠিত হবে।