ফরিদপুরে শিকলবন্দি নারী উদ্ধার

Looks like you've blocked notifications!
ফরিদপুর পৌরসভার গুহলক্ষ্মীপুর এলাকার স্টেশন বাজারসংলগ্ন গণিভবনে শিকলবন্দি সুমি বেগম। ছবি : এনটিভি

ফরিদপুর পৌরসভার গুহলক্ষ্মীপুর এলাকার স্টেশন বাজারসংলগ্ন গণিভবন থেকে সুমি বেগম (৩৫) নামের এক নারীকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে খবর পেয়ে সংবাদকর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে শিকল বাঁধা অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে থানায় নিয়ে যান। এ সময় পুলিশ ওই নারীকে বেঁধে রাখার অভিযোগে তাঁর (নারীর) ভাই শরীফ কোরেশিকে আটক করে।

উদ্ধার হওয়া নারী সুমি বেগম অভিযোগ করেন, জমির স্বত্ব চাওয়ায় তাঁকে মারধর করে দুই দিন ধরে আটকে রাখা হয়েছে শিকল দিয়ে। তিনি বলেন, ‘আমার ন্যায্য জমি চাওয়ায় আমাকে মেরে ধরে শিকল দিয়ে বেঁধে পাগল সাজানো হয়েছে।’

আর ওই নারীর ভাই শরীফ কোরেশি বলেন, ‘বোনের মাথায় সমস্যা রয়েছে, তাই নিরাপত্তার কারণে তাকে বেঁধে রাখা হয়েছে। জমি নিয়ে আমাদের ভেতর কোনো সমস্যা নেই।’

ফরিদপুর পৌরসভার কমিশনার আবদুল জলিল শেখ বলেন, ‘এ ঘটনা অনেক দিন ধরে চলে আসছে ওই বাড়িতে। বোনদের ন্যায্য জমি দেবে না ভাইরা, এ নিয়ে আমার কাছেও বোনরা অনেকবার এসেছে। এটি আমার পাশের ওয়ার্ড হলেও আমার কাছে সুমিরা অনেকবার এসেছে বিচার চাইতে। কিন্তু আমি ওদের ভাইদের আচরণে খুবই হতাশ। ওরা কোনো কথাই শোনে না কারো।’

এ প্রসঙ্গে কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুকুমার চন্দ্র জানান, খবর পেয়ে ওই নারীকে উদ্ধার ও তাঁর ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।