গোপালগঞ্জে গাছে বাসের ধাক্কা, তিনজন নিহত

Looks like you've blocked notifications!

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  শেখ মাহফুজার রহমান জানান, ফরিদপুর থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী একটি লোকাল বাস ছাগলছিড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। আহত হন বাসের আরো ২০ যাত্রী। আহতদের উদ্ধার করে মাদারীপুরের রাজৈর ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতের মধ্যে একজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মুকসুদপুর উপজেলার বর্ণি গ্রামের কামরুজ্জামানের স্ত্রী রোজিনা বেগম (২৫)। অপর দুজনের মধ্যে একজন অজ্ঞাতপরিচয় নারী ও একজন পুরুষ  রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এদিকে, এ দিন সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর উত্তরপাড়ায় বাস-প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষে ব্যাংকার এস এম আরাফাত হোসেন প্রিন্স (৩৬)  ও তাঁর ফুফাতো ভাই প্রকৌশলী জুয়েল (৪০) মারা যান। এতে প্রিন্সের স্ত্রী মেসকাতই জাহান ফেরদৌসী কেকা (৩০) আহত হন বলে গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হযরত আলী জানান।