শেষ দিনে লঞ্চযাত্রা ছিল স্বস্তির

Looks like you've blocked notifications!

বাস ও ট্রেনের চেয়ে তুলনামুলক লঞ্চের যাত্রীরা ঈদের আগের দিন সাচ্ছন্দে ঢাকা ছেড়েছেন।

আজ মঙ্গলবার ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে গত দুদিনের মতো উপচে পড়া ভীড় দেখা যায়নি।

বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায়, নদীপথে দক্ষিণ পূর্বাচঞ্চলের বেশিরভাগ যাত্রীরা আগেভাগেই সদরঘাটে এসে লঞ্চ উঠে অপেক্ষা করেন। লঞ্চে পর্যাপ্ত যাত্রী হলেই তা নির্ধারিত সময়ের আগেই ছেড়ে যাচ্ছে।

ভাড়া নিয়েও ডেকের যাত্রীদের বড় কোনো অভিযোগ অভিযোগ নেই।  সাধারণ সময়ে ৭০ থেকে ৮০টি লঞ্চ বিভিন্ন রুটে চললেও ঈদের সময় ১৪০ থেকে ১৫০টি লঞ্চ চলাচল করে।

ঢাকা নদীবন্দর কর্তৃপক্ষ দাবি করেছে, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার নির্বিঘ্নে নৌযান পরিচলনা করছেন তাঁরা।