শেখ রাসেলের কথা বলতে গিয়ে কাঁদলেন বাণিজ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
আজ শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার ধনিয়া গুলি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ছবি : এনটিভি

‘খুনিরা ছোট্ট রাসেলকে ক্ষমা করেনি। আর্তনাদ করেছিলেন, আমাকে মেরো না। আমাকে আমার মায়ের কাছে পাঠিয়ে দাও। কিন্তু তাতেও রক্ষা হয় নাই। তাকেও গুলি করে নির্মমভাবে হত্যা করেছে।’- কথাগুলো বলতে গিয়ে ভারি হয়ে ওঠে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কণ্ঠ। কেঁদে ফেলেন তিনি।

আজ শুক্রবার দুপুর ১২টায় ভোলা সদর উপজেলার ধনিয়া গুলি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৫ আগস্ট উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রবীণ এ নেতা আরো বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো খুনি মোশতাক, স্বৈরশাসক জিয়াউর রাহমান। পাকিস্তানের সেই পরাজিত শক্তি এবং একাত্তরের বিদেশি যেই পরাশক্তি আমাদেরকে সমর্থন করে নাই তাঁরা।’

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হারুন মাস্টারের সভাপতিত্বে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ সময় আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ।