চরভদ্রাসনে জেলা প্রশাসকের নদীভাঙন এলাকা পরিদর্শন

Looks like you've blocked notifications!
আজ শনিবার সকালে ফরিদপুরের চরভদ্রাসনে নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। ছবি : এনটিভি

ফরিদপুরের চরভদ্রাসনে নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। আজ শনিবার সকালে তিনি এই পরিদর্শনে যান।

এ সময় জেলা প্রশাসক এমপিডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় রক্ষায় ডাম্পিং কাজের অগ্রগতি দেখার পাশাপাশি, বালিয়াডাঙ্গী, ফাজেলখার ডাঙ্গী ভাঙন এলাকায় দ্রুত ডাম্পিং করার পদক্ষেপ নিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রতিনিধিকে নির্দেশ দেন।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুন নাহার, উপজেলা চেয়ারম্যান এ জি এম বাদল আমিন, সদর ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান, পাউবোর উপসহকারী প্রকৌশলী জহিরুল হক প্রমুখ।

নদী ভাঙন এলাকায় কয়েক ধাপে বালুর বস্তা দিয়ে ডাম্পিং করলেও গত দুই মাসে তীব্র স্রোতে ফাজেলখার ডাঙ্গী সসরকারি প্রাথমিক বিদ্যালয়, এমপিডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ৬০ মিটার পাকা সড়ক, বালিয়াডাঙ্গীর একটি মসজিদ, কয়েক হাজার গাছপালা, ফসলি জমি ও প্রায় অর্ধশতাধিক বসতভিটা নদীগর্ভে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে।

স্থানীয়রা জানায়, চরভদ্রাসন সদর বাজার সংলগ্ন সরকারি কলেজ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হতে পদ্মার দূরত্ব রয়েছে মাত্র ৯৫০ মিটার।