ঈদের ছুটি শেষে রোববার সরকারি অফিস খুলছে

Looks like you've blocked notifications!
পুরোনো ছবি

ঈদুল আজাহার ছুটি শেষে সরকারি অফিস খুলছে আগামীকাল রোববার। এবার ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত মোট পাঁচদিন ঈদের ছুটি কাটাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

সারা দেশে ২২ আগস্ট মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

এবার মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (২১, ২২ ও ২৩ আগস্ট) ঈদের ছুটির পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এই ছুটি কাটাচ্ছেন।

গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। চিরচেনা যানজটের রাজধানী শহর ঢাকা এভনো ভিন্নরূপে। পথঘাট একেবারেই ফাঁকা।

এদিকে ঈদের ছুটি শেষ, তাই এবার জীবিকার তাগিদে কর্মস্থলে ফেরার তাড়া সাধারণ মানুষের। প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে চিরচেনা নগরীতে ফিরছে কর্মব্যস্ত মানুষ।

কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং রাজধানীর বাস টার্মিনালে লক্ষ করা গেছে রাজধানী ফেরা যাত্রীদের ভিড়। আগামীকাল রোববার থেকেই চাকরিজীবীদের যোগ দিতে হবে কর্মক্ষেত্রে।