নাটোরে ব্যাগ তৈরির কারখানা ভস্মীভূত
নাটোর সদর উপজেলায় ব্যাগ প্রস্তুতকারী একটি কারখানায় অগ্নিকাণ্ডে যন্ত্রপাতি, যানবাহনসহ মালামাল ভস্মীভূত হয়েছে।
গতকাল শনিবার রাত ৯টার দিকে শহরের চকবৈদ্যনাথ এলাকার হাফেজ মোস্তাকিমের মালিকানাধীন কারখানায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আজ রোববার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নাটোর স্টেশনের স্টেশন কর্মকর্তা মহিউদ্দিন মিজান এনটিভি অনলাইনকে বলেন, রাতে কারখানাটি থেকে আগুনের শিখা বের হতে দেখলে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে কারখানার দেয়াল ভেঙে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
‘কিন্তু তার আগেই কারখানার ভেতরে থাকা প্রায় ২০টি মেশিন, মোটরসাইকেল, ট্রলি, বিপুল পরিমাণ ট্রাভেল ও শপিং ব্যাগ এবং ব্যাগ তৈরির বিভিন্ন কাঁচামালসহ যাবতীয় জিনিস পুড়ে ছাই হয়ে যায়,’ যোগ করেন ফায়ার সার্ভিস কর্মকর্তা। তিনি আরো জানান, এ ব্যাপারে এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়নি।
তবে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন কারখানার মালিক মোস্তাকিম। এ ছাড়া এর ফলে কারখানায় কর্মরত প্রায় দেড়শ কর্মচারী সম্পূর্ণ বেকার হয়ে গেল বলে জানান তিনি।