স্কুলছাত্রীকে প্রকাশ্যে বাঁশ দিয়ে পেটাল বখাটে
শরীয়তপুর সদর উপজেলায় দিনে-দুপুরে এক স্কুলছাত্রীকে পিটিয়ে আহত করেছে এক বখাটে। ওই স্কুলছাত্রী এখন হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে। গত রোববার বিকেলে উপজেলার শোলপাড়া মনোর খান উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশ এখনো এই বখাটেকে গ্রেপ্তার করতে পারেনি।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রীকে (১৫) স্কুলে আসা-যাওয়ার পথে উপজেলার চিকন্দি গ্রামের শিশির মৃধা (১৬) উত্ত্যক্ত করত। ছাত্রীটি বিষয়টি সহপাঠী ও পরিবারকে জানায়। এ ঘটনার জেরে শিশির রোববার ছাত্রীটিকে প্রকাশ্যে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় শিশির মৃধাকে আসামি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন ওই স্কুলছাত্রী এনটিভি অনলাইনকে বলে, ‘শিশির আমাকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে বিরক্ত করত। ঘটনাটি অন্য সহপাঠীদের জানাই। এ কারণে ক্ষুব্ধ হয়ে বাঁশ দিয়ে সে আমার হাত, পা ও কোমরে বেধড়ক পেটায়। আমি উঠে দাঁড়াতে পারছি না, সারা শরীরে যন্ত্রণা হচ্ছে।’
স্কুলছাত্রীর মা বলেন, ‘শিশির আমার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করত। বিষয়টি আমরা জানার পর ওকে সাবধান করে দেই। এ কারণে ক্ষুব্ধ হয়ে সে আমার মেয়েকে রাস্তার মধ্যে পিটিয়ে আহত করে।’
শোলপাড় মনোর খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেন জানান, এ ঘটনায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা আহ্বান করা হয়েছে। আগামী বৃহস্পতিবার সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) এমারাত হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, শিশিরকে গ্রেপ্তারে অভিযান চলছে।