নাটোরে ‘বন্দুকযুদ্ধে’ ‘মাদক ব্যবসায়ী’ নিহত

Looks like you've blocked notifications!
সন্দেহভাজন মাদক ব্যবসায়ী মেহের আলীর মরদেহ রাখা হয়েছে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ছবি : এনটিভি

নাটোরের লালপুর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর নাম মেহের আলী। গতকাল সোমবার রাতে উপজেলার চামটিয়া জয়ন্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, রাতে র‌্যাব-৫-এর নাটোর ক্যাম্পের একটি টহল দল লালপুর উপজেলার চামটিয়া জয়ন্তিপুর এলাকায় টহল দিচ্ছিল। এ সময় জয়ন্তিপুর এলাকার একটি আমবাগানে কয়েকজনকে দেখে টহল দল সেদিকে অগ্রসর হয় এবং তাদের আত্মসমপর্ণের নির্দেশ দেয়। কিন্তু তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ গোলাগুলির পর একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। অন্যরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব জানায়, ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। নিহত মেহের আলীর বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ১৪টি মামলা রয়েছে।