‘আজ থেকে ধানমণ্ডি বর্জ্যমুক্ত এলাকা’

Looks like you've blocked notifications!
কলাবাগান মাঠের পাশে নব নির্মিত পাঁচটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ভবন উদ্বোধনকালে বক্তব্য দেন মেয়র সাঈদ খোকন। ছবি : ফোকাস বাংলা

রাজধানীর ধানমণ্ডিকে আজ থেকে বর্জ্যমুক্ত এলাকা হিসেবে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

আজ মঙ্গলবার ধানমণ্ডির কলাবাগান মাঠের পাশে নব নির্মিত পাঁচটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ভবন বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধনকালে মেয়র এই ঘোষণা দেন।

এলাকার নাগরিকদের সচেতনতা কামনা করে সাঈদ খোকন বলেন, ‘এই এসটিএসগুলো উদ্বোধনের মধ্য দিয়ে পুরো ধানমণ্ডি ও কলাবাগান এলাকায় রাস্তার ওপর আর বর্জ্যবাহী কন্টেইনার বা ময়লা আবর্জনা দেখা যাবে না।’

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, স্থপতি ইকবাল হাবিব, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর এবং মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ধানমণ্ডি এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষে এ উদ্যোগ গ্রহণ করায় সংসদ সদস্য ফজলে নূর তাপস মেয়রসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে সকাল-সন্ধ্যা দুবার এ এলাকার বর্জ্য অপসারণের আহ্বান জানান।

নবনির্মিত পরিবেশ বান্ধব এসটিএসগুলো বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘সিটি করপোরেশনের পাশাপাশি বর্জ্যমুক্ত নগরী গড়ার ক্ষেত্রে নাগরিকদেরও ভূমিকা রাখতে হবে, অন্যথায় সিটি করপোরেশনের একার পক্ষে এটি নিশ্চিত করা সম্ভব নয়। আমি ডিএসসিসিতে কোরবানির বর্জ্য অপসারণের কাজের সাথে সম্পৃক্ত হয়ে দেখেছি এটি অত্যন্ত জটিল ও কষ্টকর কাজ।’