মানহানির মামলা

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ ২০ সেপ্টেম্বর

Looks like you've blocked notifications!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম এ আদেশ দেন।

নথি থেকে জানা যায়, গত ১৬ জুলাই খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে মামলার বাদী জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে আদেশের তারিখ আজ ২৯ আগস্ট ঠিক করে দেন বিচারক। কিন্তু আজ আবার নতুন করে তারিখ নির্ধারন করেছেন আদালত।

২০১৭ সালের ২৫ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী মামলাটি করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।

খালেদা জিয়ার এসব বক্তব্যে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের মানহানি হয়েছে দাবি করে মামলাটি করেন এ বি সিদ্দিকী।