সরকারে গেলে গুমের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তি

Looks like you've blocked notifications!
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি : এনটিভি

সরকার গঠন করতে পারলে কমিশন গঠন করে গুমের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এ কথা জানান মওদুদ আহমদ।

দেশে মানুষ হত্যা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন মওদুদ আহমদ। তিনি বলেন, ‘আজকে যারা গুম করেছে, তাদেরকে চিহ্নিত করা তো খুব কঠিন কিছু নয়। কমিশন করে যারা এর সঙ্গে জড়িত, উপরের ব্যক্তিরা যাদের নির্দেশে এদেরকে গুম করা হয়েছে, তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। যদি না পারি, তাহলে এর চাইতে বড় ব্যর্থতা আমাদের জন্য আর কিছু হতে পারে না।’

আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য  ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য দেশব্যাপী গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, হামলা ও মামলার পথ বেছে নিয়েছে। এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করায় নির্বাচন কমিশনের সমালোচনাও করেন তিনি।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সকল গুমের পেছনে সরকারের পৃষ্ঠপোষকতা, সরকারের ইচ্ছা, সরকারের প্রয়োজনে এই গুমগুলো করা হয়েছে। এবং সেখানে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে সরকার এই কাজগুলো করছে, গর্হিত অপরাধ করছে।’