অসামাজিক কাজে বাধা দেওয়ায় রোহিঙ্গা স্বেচ্ছাসেবীকে হত্যা

Looks like you've blocked notifications!
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে নিহত রোহিঙ্গ স্বেচ্ছাসেবী আবু ইয়াসের। ছবি : এনটিভি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে আবু ইয়াসের (২৫) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এই ঘটনা ঘটে।

নিহত আবু ইয়াসের ওই রোহিঙ্গা ক্যাম্পের এফ-ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইসলামের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া জানান, লেদা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া আবু ইয়াছের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ক্যাম্পে কয়েকজন রোহিঙ্গা সন্ত্রাসী অসামাজিক কার্যকলাপ করায় তাদের বাধা দেন আবু ইয়াসেরসহ কয়েকজন স্বেচ্ছাসেবী। এতে ক্ষিপ্ত হয়ে ছৈয়দ আলম, রেদোয়ানসহ সাত-আটজন রোহিঙ্গা সন্ত্রাসী ইয়াসেরকে ঘর থেকে ডেকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

ওসি জানান, ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইয়াসেরের মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হত্যায় জড়িতদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।