চট্টগ্রামে বাস থেকে ফেলে হত্যা, হেলপার গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
চট্টগ্রামের সিটি গেইট এলাকায় চলন্ত বাস থেকে ফেলে হত্যা করা হয় মার্কিন প্রবাসী যুবক রেজাউল করিম রনি। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সিটি গেইট এলাকায় চলন্ত বাস থেকে ফেলে মার্কিন প্রবাসী যুবক রেজাউল করিম রনিকে হত্যার ঘটনায় আসামি বাসের হেলপার মানিক সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা থেকে মানিককে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামে পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুরের রামগতিতে অভিযান চালিয়ে বাসের হেলপার মানিককে আটক করা হয়েছে।

গত সোমবার দুপুরে নগরীর ভাটিয়ারী থেকে সিটি গেইট আসার পথে চলন্ত বাস থেকে ফেলে হত্যা করা হয় প্রবাসী যুবক রেজাউল করিম রনিকে। লুসাই পরিবহনের একটি বাসের হেলপারের সঙ্গে বর্ধিতভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রনিকে বাস থেকে ফেলে দেওয়া হয়। এ ঘটনার পর নিহতের মামা আবদুর রহমান বাসের চালক দিদারুল আলম ও হেলপার মানিককে আসামি করে আকবর শাহ থানায় মামলা করেন। মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির কয়েকটি ধারায় অভিযোগ আনা হয়।