রেললাইনে বাস, ট্রেনের ধাক্কায় নিহত ২

Looks like you've blocked notifications!
চট্টগ্রামের মিরসরাইয়ের বারৈয়ারহাট রেলক্রসিং গেটে আজ রোববার ভোররাতে ট্রাকের ধাক্কায় দুই বাসযাত্রী নিহত হয়েছেন। ছবি : এনটিভি

চট্টগ্রামের মিরসরাইয়ে রেলগেটে দাঁড়িয়ে থাকা একটি বাসকে ট্রেন ধাক্কা দিলে দুজন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরো ১৫ বাসযাত্রী।

আজ রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে মিরসরাইয়ের বারৈয়ারহাট রেলক্রসিং গেটে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সকালে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের (জিআরপি) পরিদর্শক দেলোয়ার হোসেন এনটিভি অনলাইনকে জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনটি বারৈয়ারহাট রেলক্রসিং গেটে এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহত হন ১৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গিয়ে হতাহতদের উদ্ধার করেন।

পরিদর্শক আরো জানান, ওই রেলক্রসিংয়ে কোনো গেটম্যান ছিল না। এ ঘটনার পর প্রায় দুই ঘণ্টা চট্টগ্রামের সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ ছিল।

আহতদের মধ্যে আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।