রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে চরমপন্থী’ নিহত

Looks like you've blocked notifications!

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার তথাকথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, ওই ব্যক্তি চরমপন্থী।  

গতকাল শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার সাওরাইল ইউনিয়নের আলমডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

নিহত আবদুল মতিন (৩৫) উপজেলার বিসয় সাওরাইল গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা ও সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গতকাল দিবাগত গভীর রাতে আলমডাঙ্গা গ্রামের একটি আমবাগানে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির চরমপন্থীরা গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।

‘পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় অন্য সন্ত্রাসীরা পালিয়ে গেলেও মতিনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখা যায়। তাঁকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ওসি আরো দাবি করেছেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ, দুটি রামদা ও বেশ কিছু গুলির খোসা উদ্ধার করেছে।