চেক প্রতারণার মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
চেক প্রতারণার মামলায় সাজার রায় পাওয়া বাকসুর জিএস ও সাবেক ছাত্রলীগ নেতা নাহিদ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি

চেক প্রতারণার মামলায় সাজার রায় পাওয়া বরিশালের বিএম কলেজের ছাত্র কর্মপরিষদের (বাকসু) জিএস ও সাবেক ছাত্রলীগ নেতা নাহিদ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে নাহিদকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ। নাহিদ সেরনিয়াবাত বিএম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার দ্বিতীয় কর্মকর্তা অরবিন্দু বিশ্বাস জানান, দ্য নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্টে (এনআই অ্যাক্ট) একটি চেক প্রতারণা মামলায় এক বছর সাজা পাওয়া আসামি নাহিদ সেরনিয়াবাত। এত দিন পলাতক ছিলেন তিনি। আজ তাঁকে নথুল্লাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে পাঠানো হলে তিনি জামিন আবেদন করেন। পরে বিচারক জামিন নামঞ্জুর করে নাহিদকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, আদালতে নাহিদের ছবি তুলতে গেলে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন তাঁর সমর্থকরা।

নাহিদ সেরনিয়াবাতের বিরুদ্ধে এর আগেও জমি ও ইটভাটা দখলের অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি ঢাকায় র‌্যাবের হাতে অস্ত্রসহ আটকও হয়েছিলেন।